Header Ads

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন ও জন্ম তথ্য যাচাই


অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন ও জন্ম তথ্য যাচাই 
অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের তথ্য নিজে নিজে যাচাই করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়েবসাইট br.lgd.gov.bd - লগইন করে বিনামুল্য্যে জন্ম তথ্য যাচাই করতে পারেন।

জন্ম তথ্য যাচাই করার জন্য যা লাগবে:
১। জন্ম নিবন্ধন নম্বর (জন্ম নিবন্ধন সনদের উপরের অংশে ১৭ সংখ্যার নম্বর পাবেন)
২। জন্ম তারিখ (জন্ম সনদে উল্লেখ থাকে)
জন্ম তথ্য যাচাইয়ের জন্য প্রথমে br.lgd.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Verify Birth Certificate মেন্যুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরজন্ম তথ্য যাচাইশিরোনামে একটি পাতা চালু হবে।জন্ম তথ্য যাচাইপাতায় থাকা Birth Registration Number -এর ঘরে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং Date of birth -এর ঘরে জন্ম তারিখ লিখে নিচে থাকা Verify বাটনে ক্লিক করলে সংশিষ্ট নম্বরের অনূকুলে থাকা জন্ম তথ্য চলে আসবে। সরাসরিজন্ম তথ্য যাচাইপাতায় যেতে এখানে ক্লিক করুন।

No comments

Theme images by hanoded. Powered by Blogger.