Header Ads

আপনার ব্যবহারিত স্লো স্মার্টফোনকে নতুনের মত গতিবাড়িয়ে নিন

আপনার স্লো স্মার্টফোনকে করুন নতুনের মত গতিময় 

স্মার্টফোন
বর্তমানে স্মার্টফোন একটি গুরুত্বপূর্ণ ডিভাইসে পরিণত হয়েছে। এটি শুধুমাত্র কথা বলার ডিভাইস  হিসেবেই নয় বরং আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। স্মার্টফোন ছাড়া একটি দিনও অতিবাহিত করা আমাদের অনেকের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের এই শখের ডিভাইস যদি কোনো কারণে স্লো হয়ে যায় তাহলে কার না বিরক্ত লাগে? 

আসুন জেনে নেওয়া যাক কী কী কারণে স্মার্টফোন স্লো হয়ে থাকে: 

স্টোরেজের স্বল্পতা।

নেটওয়ার্ক সমস্যা।

ভারহিটিং ইস্যু।

+ব্যাকগ্রাউন্ড ডাটা।

প্রয়োজনের অতিরিক্ত অ্যাপ্লিকেশন চালু রাখা।

হাই গ্রাফিক্সের গেম খেলা। 

 চলুন জেনে নেই আপনার শখের স্মার্টফোনের স্পিড বাড়ানোর কয়েকটি কার্যকরী উপায়: 

স্টোরেজ খালি রাখা: স্মার্টফোন এর গতি বাড়ানোর সবচেয়ে সহজ এবং গ্রহণযোগ্য উপায় হলো  ইন্টারনাল স্টোরেজ যথাসম্ভব কম ব্যবহার করা। এতে করে স্মার্টফোনের প্রসেসরের কার্যক্ষমতা স্বাভাবিক থাকে। তাই সকল অপ্রয়োজনীয় এপ্স আনইন্সটল করে রাখাটাই গতি বৃদ্ধির জন্য উচিত।

ব্লোটওয়্যার সরিয়ে ফেলা: প্রত্যেক ফোনের সাথেই কিছু অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন থাকে। সেসব অপ্রয়োজনীয় সফটওয়্যারকে আনইন্সটল করার পাশাপাশি ফোনের অপ্রয়োজনীয় সকল অ্যাপ্লিকেশন আনইন্সটল করলে ফোন আগের তুলনায় অবশ্যই ফাস্ট হবে। 

সফটওয়্যার আপডেট: নিয়মিত সফটওয়্যার আপডেট স্মার্টফোনকে করে তুলে আরো গতিময়। নিয়মিত সফটওয়্যার আপডেটের মাধ্যমে বাগ ফিক্সড হবার পাশাপাশি প্রসেসরের কার্যকারীতাও বহুগুণে বৃদ্ধি পায়।

ফ্যাক্টরি রিসেট: স্মার্টফোন অতিরিক্ত স্লো হলে এবং অন্য কোনো উপায়ে স্মার্টফোনের গতি বাড়ানো সম্ভব না হলে ফ্যাক্টরি রিসেট সবচেয়ে সেরা সমাধান। এতে করে স্মার্টফোন আবারো নতুনের মতো করে সার্ভিস দিবে। এতেও যদি সমাধান না হয়ে থাকে তাহলে স্মার্টফোন পরিবর্তন করাটাই উচিত।

ক্যাশ ফাইল ক্লিয়ার রাখা: আমাদের ব্যবহৃত সকল এপ্সই কম বেশি ক্যাশ ফাইল এবং কুকিজ জমা করে থাকে যা আমাদের স্মার্টফোনের গতি কিছুটা হলেও কমিয়ে ফেলে। তাই নিয়মিত ক্যাশ এবং কুকিজ ক্লিয়ার আমাদের স্মার্টফোনের স্পিডকে বাড়িয়ে তুলতে সহায়তা করে।

+এক্সটারনাল স্টোরেজ এর ব্যবহার: স্মার্টফোনের গতি বৃদ্ধির জন্য ইন্টারনাল স্টোরেজ যথাসম্ভব কম ব্যবহারের জন্য ভালো মানের এক্সটারনাল স্টোরেজ (সম্ভব হলে ক্লাস ১০) এর ব্যবহার অবশ্যই প্রয়োজন। এতে করে স্মার্টফোনের স্পিড বাড়ার পাশাপাশি যেকোনো মিডিয়া ফাইল সঠিকভাবে সংরক্ষিত থাকবে।

+রিস্টার্ট: স্মার্টফোনের গতি বাড়ানোর সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হলো রিস্টার্ট। এতে করে স্মার্টফোনের ক্যাশ ফাইল ক্লিয়ারসহ নেটওয়ার্কের কোয়ালিটি বহুগুণে বৃদ্ধি পায়। তাই ওকেশনাল রিস্টার্ট স্মার্টফোনের পারফর্ম্যান্স ধরে রাখতে  জাদুকরী উপায় হিসেবে কাজ করে থাকে। প্রফেশনালদের মতে প্রতি ৭২ ঘন্টা পর পর স্মার্টফোন রিস্টার্টে আপনার স্মার্টফোনের গতি বৃদ্ধি পায়।

 ওয়ালপেপার: স্মার্টফোনের ওয়ালপেপার হিসেবে লাইভ ওয়ালপেপার দেখতে আকর্ষণীয় হলেও প্রচুর ব্যটারি ড্রেইন করার পাশাপাশি স্মার্টফোনের পারফর্ম্যান্সকে স্লো করে তুলে। তাই ওয়ালপেপার হিসেবে স্ট্যাটিক পিকচার ব্যবহার করাই উত্তম।

অ্যানিমেশন: অ্যানিমেশন কার না পছন্দ?  কিন্তু এই পছন্দটি আমাদের স্মার্টফোনের পারফর্ম্যান্স অনেকাংশে ল্যাগ করে থাকে। অ্যানিমেশনের ব্যবহার কমালে স্মার্টফোনের পারফর্ম্যান্স বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অবশই প্রথমে আপনার ডিভাইসের ডেভলপার অপশন চালু করতে হবে।

 +উপরের কাজগুলো করলে আশা করা যায় আপনার স্মার্টফোন শুরুর মতই দ্রুত কাজ করবে। তাই আর দেরি না করে সেটিংসগুলো পরিবর্তন করুন আর উপভোগ করুন গতি! 

2 comments:

  1. Store Flokoin - Online Shopping in Bangladesh
    Online shopping in Bangladesh for men, women & kids. Buy dress, gift item, beauty products, unique items, jewelry, watch, electronics at Flokoin.com.

    ReplyDelete
  2. Flokoin - Online Shopping in Bangladesh
    Online shopping in Bangladesh for men, women & kids. Buy dress, gift item, beauty products, unique items, jewelry, watch, electronics at Flokoin.com.

    ReplyDelete

Theme images by hanoded. Powered by Blogger.