Header Ads

বাংলাদেশের বিপিএল ২০২৪ সময়সূচি | BPL 2024 Schedule | বিপিএল ২০২৪ সময়সূচী ও দল

 বাংলাদেশের বিপিএল ২০২৪ সময়সূচি | BPL 2024 Schedule | বিপিএল ২০২৪ সময়সূচী ও দল

২০২৪ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর ১০ তম আসর অনুষ্ঠিত হবে। আর এই ক্রিকেট আসর এর মধ্যে মোট সাত (০৭) টি দল অংশগ্রহণ করেছে। তো আজকে আমি আপনাকে বিপিএল ২০২৪ সময়সূচী জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে সময়সূচি থেকে আপনি জানতে পারবেন, কোন দলের খেলা কোন দিনে রয়েছে এবং সেই খেলা গুলো নির্দিষ্ট তারিখের কয়টার সময় শুরু হবে। সেটি আপনি আজকের বিপিএল ২০২৪ সময়সূচী থেকে জেনে নিতে পারবেন।



প্রিয় ক্রিকেট পাগল বন্ধুরা, আপনি হয়তোবা বেশ ভালো করে জানবেন যে আমাদের বাংলাদেশ এর মধ্যে বিপিএল হল অন্যতম একটি ক্রিকেট আয়োজন। যেখানে দেশের বিভিন্ন খেলোয়াড়দের খেলা দেখার পাশাপাশি আমরা ভিনদেশী ক্রিকেটার দের খেলা দেখতে পাই।

তো গত আর্টিকেল গুলো তে আমি বিপিএল ২০২৪ স্কোয়াড লিস্ট শেয়ার করেছি। সেখানে অনেকে বিপিএল ২০২৪ সময়সূচী সম্পর্কে জানতে চেয়েছেন। এই কারণে আজকে আমি আপনার জন্য BPL 2024 Schedule উল্লেখ করলাম।

বিপিএল ২০২৪ দশম আসর

বিপিএল এর পূর্ণরূপ হলো, বাংলাদেশ প্রিমিয়ার লীগ। সীমিত ওভারের ক্রিকেটের বাংলাদেশ প্রিমিয়ার লীগ বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের কাছে এক উৎসবের নাম। টিভির পর্দা বা স্টেডিয়াম সব জায়গায় বুদ হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। চায়ের দোকানে তর্কের ঝড় উঠে কোন দল জিতবে তা নিয়ে।

আর আমরা সবাই জানি, বাংলাদেশে টি-টুয়েন্টির এই প্রিমিয়ার লীগ প্রথম আরম্ভ হয় ২০১২ সালে। আনুষ্ঠানিক ভাবে বিপিএল এর উদ্ভোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্ভোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিপিএল এর প্রথম মাঠে ম্যাচ খেলা হয়েছিল ১২ ফেব্রুয়ারি।

আরো দেখুন:

সাধারণত প্রত্যেক বিভাগ থেকে একটি দল নিয়ে সাজানো হয়েছিল বিপিএল। নামের ক্ষেত্রেও ছিল বৈচিত্রের পশরা। ২০১২ সালের বিপিএল এর প্রথম আসরে মোট ৩৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ২৯ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্ত হয় বিপিএল এর প্রথম আসর।

বিপিএল ২০২৪ সময়সূচী ও দল | BPL 2024 Schedule

যেহেতু আপনি বিপিএল ২০২৪ সময়সূচী সম্পর্কে জানতে এসেছেন। সেহেতু এই বিপিএল সম্পর্কে আপনার একটু হলেও ধারণা থাকতে হবে।

যেমন ধরুন, এবার ২০২৪ সালে জানুয়ারি মাসে যে বিপিএল এর আয়োজন করা হয়েছে সেটি হলো বিপিএল এর দশম তম আসর। আর বিপিএল এর এই আসরে আমরা মোট সাত (০৭) টি দলের ক্রিকেট টুর্নামেন্ট দেখতে পারবো। আর এই খেলা গুলো মোট তিন (০৩) টি ভেন্যু তে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল সহ বিপিএল এর সর্ব মোট ম্যাচের সংখ্যা হল, ৪৬ টি।

এক নজরে দেখে নেই এবারের বিপিএল এর অধিনায়ক কারা-

BPL 2024 All Team Captain Name: ২০২৪ সালের বিপিএল এর দশম তম আসরে মোট সাত (০৭) টি দল অংশগ্রহণ করবে। আর প্রতিটি দলের একটি করে অধিনায়ক থাকবে। তো আপনি যদি বিপিএল ২০২৪ সব টিমের অধিনায়ক এর নাম জানতে চান তাহলে নিচের তালিকায় নজর রাখুন। আরও জানাতে এখানে ক্লিক করুন

বিপিএল ২০২৪ সময়সূচি

প্রতিযোগিতাখেলার তারিখ  খেলার সময়খেলার ভ্যানু
কুমিল্লা বনাম ঢাকা১৯ জানুয়ারিদুপুর ০২.০০ টা ঢাকা
সিলেট বনাম চট্টগ্রাম১৯ জানুয়ারিসন্ধ্যা ৭টাঢাকা
রংপুর বনাম বরিশাল২০ জানুয়ারিদুপুর ১.৩০ মিনিটঢাকা
খুলনা বনাম চট্টগ্রাম২০ জানুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটঢাকা
চট্টগ্রাম বনাম ঢাকা২২ জানুয়ারিদুপুর ১.৩০ মিনিটঢাকা
বরিশাল বনাম খুলনা২২ জানুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটঢাকা
সিলেট বনাম রংপুর২৩ জানুয়ারিদুপুর ১.৩০ মিনিটঢাকা
কুমিল্লা বনাম বরিশাল২৩ জানুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটঢাকা
রংপুর বনাম খুলনা২৬ জানুয়ারিদুপুর ২:০০ টা সিলেট
কুমিল্লা বনাম সিলেট২৬ জানুয়ারিসন্ধ্যা ৭.০০ টাসিলেট
বরিশাল বনাম চট্টগ্রাম২৭ জানুয়ারিদুপুর ১.৩০ মিনিটসিলেট
রংপুর বনাম ঢাকা২৭ জানুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটসিলেট
সিলেট বনাম চট্টগ্রাম২৯ জানুয়ারিদুপুর ১.৩০ মিনিটসিলেট
খুলনা বনাম ঢাকা২৯ জানুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটসিলেট
কুমিল্লা বনাম রংপুর৩০ জানুয়ারিদুপুর ১.৩০ মিনিটসিলেট
সিলেট বনাম বরিশাল৩০ জানুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটসিলেট
সিলেট বনাম ঢাকা০২ ফেব্রুয়ারিদুপুর ২ টাসিলেট
কুমিল্লা বনাম চট্টগ্রাম০২ ফেব্রুয়ারিসন্ধ্যা ৭ টা সিলেট
বরিশাল বনাম খুলনা০৩ ফেব্রুয়ারিবেলা ১টা ৩০ মিনিটসিলেট
সিলেট বনাম রংপুর০৩ ফেব্রুয়ারিসন্ধ্যা ৬টা ৩০ মিনিটসিলেট
রংপুর বনাম ঢাকা০৬ ফেব্রুয়ারিদুপুর ১.৩০ মিনিটঢাকা
বরিশাল বনাম চট্টগ্রাম০৬ ফেব্রুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটঢাকা
কুমিল্লা বনাম খুলনা০৭ ফেব্রুয়ারিদুপুর ১.৩০ মিনিটঢাকা
সিলেট বনাম ঢাকা০৭ ফেব্রুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটঢাকা
সিলেট বনাম খুলনা০৯ ফেব্রুয়ারিদুপুর ২:০০ টা ঢাকা
কুমিল্লা বনাম ঢাকা০৯ ফেব্রুয়ারিসন্ধ্যা ৭.০০ টা ঢাকা
রংপুর বনাম চট্টগ্রাম১০ ফেব্রুয়ারিদুপুর ১.৩০ মিনিটঢাকা
বরিশাল বনাম ঢাকা১০ ফেব্রুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটঢাকা
কুমিল্লা বনাম চট্টগ্রাম১৩ ফেব্রুয়ারিদুপুর ১.৩০ মিনিটচট্টগ্রাম
রংপুর বনাম খুলনা১৩ ফেব্রুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটচট্টগ্রাম
বরিশাল বনাম ঢাকা১৪ ফেব্রুয়ারিদুপুর ১.৩০ মিনিটচট্টগ্রাম
কুমিল্লা বনাম খুলনা১৪ ফেব্রুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটচট্টগ্রাম
খুলনা বনাম ঢাকা১৬ ফেব্রুয়ারিদুপুর ২:০০ টা চট্টগ্রাম
রংপুর বনাম চট্টগ্রাম১৬ ফেব্রুয়ারিসন্ধ্যা ০৭.০০ টা চট্টগ্রাম
সিলেট বনাম বরিশাল১৭ ফেব্রুয়ারিদুপুর ১.৩০ মিনিটচট্টগ্রাম
চট্টগ্রাম বনাম ঢাকা১৭ ফেব্রুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটচট্টগ্রাম
কুমিল্লা বনাম সিলেট১৯ ফেব্রুয়ারিদুপুর ১.৩০ মিনিটচট্টগ্রাম
রংপুর বনাম বরিশাল১৯ ফেব্রুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটচট্টগ্রাম
খুলনা বনাম চট্টগ্রাম২০ ফেব্রুয়ারিদুপুর ১.৩০ মিনিটচট্টগ্রাম
 কুমিল্লা বনাম রংপুর২০ ফেব্রুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটচট্টগ্রাম

কুমিল্লা বনাম বরিশাল২৩ ফেব্রুয়ারিদুপুর ২.০০ টাঢাকা
সিলেট বনাম খুলনা২৩ ফেব্রুয়ারিসন্ধ্যা ৭.০০ টা ঢাকা
এলিমিনেটর২৫ ফেব্রুয়ারিদুপুর ১.৩০ মিনিটঢাকা
১ম কোয়ালিফায়ার২৫ ফেব্রুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটঢাকা
২য় কোয়ালিফায়ার২৭ ফেব্রুয়ারিসন্ধ্যা ৬.৩০ মিনিটঢাকা
ফাইনাল০১ মার্চসন্ধ্যা ৬.৩০ মিনিটঢাকা

বিপিএল 2024 সময়সূচী Download | বিপিএল ২০২৪ সময়সূচী পিকচার


No comments

Theme images by hanoded. Powered by Blogger.